ঢাকা    ,
সংবাদ শিরোনাম : মৌলভীবাজার ওবায়দিয়া ইসলামীয়া মাদরাসায় ছবক ও গুণীজন সম্মাননা প্রদান: ইনসাফহীন রাষ্ট্র ও বিভক্ত রাজনীতি একজন হাদির স্বপ্ন' 'পশ্চিমা শক্তির কাছে খোমেনীর ইরান মাথা নত করেনি করবে না' দাগনভূঞায় ‘নিরাপদ সড়ক চাই’ উদ্যোগে শীতার্ত পরিবারে মাঝে কম্বল বিতরণ: জুলাইয়ের আকাঙ্ক্ষা রাজনৈতিক ফিলোসফি ও সংঘটনের অভ্যন্তরীণ আদর্শিক অবকাঠামো পরিবর্তন : 'সাদা অ্যাপ্রনের নীরব আলো' 'আলোর পথে চিকিৎসক ফরিদুল ইসলামের জীবনযাত্রা' 'শতবর্ষী তাকিয়া জামে মসজিদের নিচ তলায় মার্কেট নির্মানের চেষ্টা' দাগনভূঞায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৬: জাতীয় সড়ক যোদ্ধা পুরস্কারে ভূষিত দাগনভূঞার সাংবাদিক সোহেল:

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত:

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত:

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

“দক্ষতা নিয়ে বিদেশে গমন, রেমিটেন্সে সমৃদ্ধ স্বদেশ”—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মান্নান মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার আবু রায়হান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, প্রবাসী কল্যাণ ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্না আক্তার।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি ডা. বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, মাইন উদ্দিন মিন্টু, আবদুল্লাহ আল মামুনসহ ফোরামের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের অবদান রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অনস্বীকার্য। বক্তারা প্রবাসীদের অধিকার রক্ষা, নিরাপদ অভিবাসন এবং প্রবাসী পরিবারগুলোর কল্যাণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ভূমিকার প্রশংসা করেন।

বক্তারা আরও জানান, প্রত্যাশা প্রকল্প-২ এর আওতায় পরিচালিত প্রবাসবন্ধু ফোরামের মাধ্যমে প্রবাসী ও তাঁদের পরিবারের জন্য সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রবাসীদের অধিকার সুরক্ষা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Comments (0)

Be the first to comment on this article.


Leave a comment

Your comment will be reviewed before publication.