আদর্শ স্পোর্টিং ক্লাবে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মেম্বার আব্দুল্লাহ আল মামুন:
নব জ্যোতি অনলাইন রিপোর্ট ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনপ্রিয় স্থানীয় ক্রীড়া সংগঠন ‘আদর্শ পাড়া স্পোর্টিং ক্লাব’ পাড়াএ নতুন ক্রীড়া সরঞ্জাম উপহার দিয়ে আলোচনায় এসেছেন চরপার্বতী ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল মামুন।
মৌলভীবাজারের পূর্বপাশে অবস্থিত এ ক্লাবটি দীর্ঘদিন ধরে এলাকায় তরুণদের ক্রীড়া চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত।
১২ নভেম্বর সকাল ১১টায়, খেলাধুলাপ্রিয় যুবকদের উৎসাহ দিতে, তিনি প্রয়োজনীয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। এতে ক্লাবের সদস্য ও স্থানীয় তরুণদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
ক্লাবের সদস্য রাশেদুল ইসলাম মুরাদ বলেন,
ক্রীড়া উপকরণের অভাবে নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছিল। মেম্বার আব্দুল্লাহ আল মামুন আমাদের বাস্তব সমস্যাটি বুঝে যে উদ্যোগ নিয়েছেন, তা যুবসমাজের জন্য বড় অনুপ্রেরণা।
আরেক সদস্য মোঃ রুবেল জানান,এই উপহার শুধু সামগ্রী নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখার একটি বড় হাতিয়ার।
স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন,
খেলা শুধু শারীরিক কসরতের নাম নয় ,ক্রীড়াই
মানসিক শক্তি ও বলের উৎস। খেলাধুলা যুবসমাজকে অপরাধ, মাদক ও সামাজিক বিপথগামিতা থেকে দূরে রাখে।
উপহার প্রদান শেষে মেম্বার আব্দুল্লাহ আল মামুন বলেন,তরুণদের সুস্থ জীবনধারা, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খেলাধুলা। আমি সবসময় এই ক্লাব ও এলাকার যুবকদের পাশে থাকতে চাই। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
নতুন ক্রীড়া উপকরণ পেয়ে ক্লাবের সদস্যরা নিয়মিত অনুশীলন, বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন এবং এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করার পরিকল্পনা জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,শেখ তারেক, ইউসুফ হৃদয়, তৌহিদুল ইসলাম শরীফ, আলমগীর হোসেন, সিপাতসহ ক্লাবের সকল কার্যকরী সদস্য।
এলাকাবাসীর আশা এই উদ্যোগের মাধ্যমে আদর্শ পাড়া আবারও ক্রীড়াচর্চায় সমৃদ্ধ হয়ে উঠবে এবং তরুণ প্রজন্ম সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments (0)
Be the first to comment on this article.
Leave a comment